বিষয়বস্তু |
প্রণীত সিটিজেন চার্টার |
রেকর্ড সংশোধন |
→ সি.এস ও এস.এ রেকর্ড সংশোধনের আবশ্যকতা হলে উপযুক্ত প্রমাণে সিভিল কোর্টের স্মরণাপন্ন হতে হবে। আদেশ প্রাপ্তির স্বাপেক্ষে সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করে খতিয়ানের সংশোধন করতে হবে। |
খাস জমি ব্যবস্থাপনা |
→ খাস জমির উপর অবৈধ স্থাপনা নির্মাণ/চাষাবাদ সম্পূর্ণরূপে বে-আইনী। |
→ খাস কৃষি জমিতে প্রকৃত ভূমিহীন অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্য হইবেন। |
|
→ ১/-টাকা সেলামী ধার্য্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান হইবে। |
|
অর্পিত সম্পত্তি সংক্রান্ত |
→ অর্পিত সম্পত্তি সেন্সার্স তালিকাভূক্ত ও লীজ কেইসনথি চালু আছে উক্ত জমি একসনা মেয়াদে লীজ প্রদান হইবে। |
→ অর্পিত সম্পত্তি লীজ কেইস যে ব্যক্তির নামে চালু আছে ও সেলামী পরিশোধিত আছে তার মৃত্যু হয়ে থাকলে তার বর্তমান ওয়ারিশ স্ত্রী/পুত্র/কন্যা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি স্বাপেক্ষে লীজ নথির নাম পরিবর্তন করিতে পারিবেন। |
|
→অর্পিত সম্পত্তি লীজ গ্রহীতা ব্যক্তি অন্য কাহাকেও সাব-লীজ নিতে পারিবেন না। কিংবা লীজ প্রাপ্ত জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ করিতে পারিবেন না। শর্তভঙ্গ করিলে লীজ বাতিল হইবে। |
|
→অর্পিত সম্পত্তি সেন্সার্স তালিকাভূক্ত কিন্তু কেইস নথি চালু না থাকলে একসনা মেয়াদে লীজ প্রদানের কোন সুযোগ নাই। |
|
সার্টিফিকেট মোকদ্দমা সংক্রান্ত |
→ ভূমি উন্নয়ন কর প্রতি বাংলা সনের ৩০ শে চৈত্রের মধ্যে পরিশোধ না করিলে পরবর্তী বৎসরের শুরুতে সার্টিফিকেট মোকদ্দমা দায়ের করা হয়। |
→নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ হলে সার্টিফিকেট মোকদ্দমা দায়ের হবে না। |
|
→সার্টিফিকেট মোকদ্দমার (দায়েরকৃত) বিষয়ে আপত্তি থাকলে ৭ ধারা নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সার্টিফিকেট অফিসার বরাবর লিখিত আপত্তি দায়ের করিতে হইবে। |
|
→সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল স্বাপেক্ষে ভূমি সংক্রান্ত সমস্যা নিরসণ যোগ্য। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস