ই-নামজারি সেবাঃ
১। ই-নামজারি যা সর্বোচ্চ ২৮ দিনের মধ্যে সম্পন্ন করা হয়। নামজারি সম্পন্নের জন্য ভূমির মালিকগণকে প্রথমে https://land.gov.bd/ লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সঠিক ভাবে আবেদন করতে হবে।
২। সঠিক তথ্য দিয়ে আবেদন করার পর ভূমির মালিকগণ কেস নথি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে জমা দিবেন। ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তার তদন্তে আবেদনে দেওয়া আপনার সব তথ্য সঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তব পাঠাবে উপজেলা ভূমি অফিসে।
৩। ইউনিয়ন ভূমি অফিস থেকে কেস নথি উপজেলা ভূমি অফিসে আসবে।
৪। সার্ভেয়ার আপনার কেস নথিটি আবার তদন্ত করবেন। আবেদিত জমিতে কোন সরকারি স্বার্থ জরিত না থাকলে তিনি একটি প্রতিবেদন দিয়ে আপনার কেস নথি সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করবেন।
৫। আপনাকে সহকারী কমিশনার (ভূমি) একটি শুনানির তারিখ দিবেন এসএমএস এর মাধ্যমে। ঐ তারিখে অবশ্যই শুনানিতে হাজির হয়ে হাজিরা দাখিল করবেন এবং মূল কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে উপস্থিত হবেন।
৬। নামজারি অনুমোদিত হলে একটি খতিয়ান নম্বর পরবে আপনার সৃজিত নামজারি খতিয়ানে। এর পর ডিসিআর ফি দিয়ে অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি খতিয়ান তুলতে পারবেন।
ভূমি উন্নয়ন কর সেবাঃ
১। অনলাইনের মাধ্যমে ভূমির মালিকগণকে ভূমি উন্নয়ন কর সেবা দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস